এতো ভালোবাসা, এতো প্রেম, এত আনমনা।
উৎসমুখ কিন্তু তুমি কিন্তু সে কারণ খুবই চেনা!
মহাবিশ্বের আকর্ষণে মূল বিন্দুতে আমরা দু’জন একে অপরের মুখোমুখি।
তুমি গভীরে মিশে গেছো করেছো বড়ই আনমনা,
আমার খুঁজে চলা প্রতিটি ইচ্ছে জানিনা কিভাবে তোমার মধ্যে সুনিপুণ ভাবে গাঁথা।
এতদিনে হঠাৎ দেখা মনের মানুষ
তোমার জন্যই সর্বস্ব সঁপেছি আজীবন তোমার জন্যই আমি।
আমার কাছে খুবই সরল তুমি,
ধরা দিয়েও দূরে থাকো বুঝি আমি
তোমার ভাষা।
তবু মন যে অবুঝ ইচ্ছে করে, ইচ্ছে করে ভীষণভাবে কাছে রাখি জড়িয়ে রাখি মানুষটাকে।
আর কতদিন থাকবো দূরে ইচ্ছে গুলো জাপটে ধরে?
বিরহের প্রবল ঝংকারে দগ্ধ ,কষ্ট হচ্ছে ভীষণ, এ কষ্ট আপন করে না পাবার, মনের মধ্যে মিশিয়ে নিতে না পারার, এ কষ্ট দূরে থাকার, এ কষ্ট চোখে দেখেও ছুঁতে না পারার।
ওগো প্রিয়, সমাধান করো এই বিরহ যন্ত্রণা,
তবেই পাবো পরম শান্তি, পরম তৃপ্তি।
তোমাকে না ছুঁয়ে থাকতে পারবো না।
তুমি নও একা, আছি আমি আমৃত্যু,
ও গো আমার চির সাথী,ও গো আমার মনের মানুষ, তোমার হাত ছাড়বো না।।