অসাম্যের দুনিয়াদারিতে আজ ফুটপাতে ফেলু,
ছিন্ন, ময়লা পোশাকে অর্ধাবৃত, জরাজীর্ণ শরীর।
ছেড়া কম্বলে যবুথবু হয়ে মায়ের সঙ্গে রাত গুজরান,
উষ্ণতার খোঁজে মায়ের কোল খোঁজে শিশুটি।
বৃদ্ধ মংলু কটা শুকনো ডালপালা জোগাড় করে,
হাড়হিম করা ঠান্ডায় আগুন জ্বালানোর চেষ্টা।
শরীর থরথর করে কাঁপে শীতের প্রবল দাপটে,
উষ্ণতার খোঁজে আগুন হাত পা সেঁকে অশীতিপর মানুষটা।
কাজ সেরে ক্লান্ত পদক্ষেপে ছাউনিতে ফেরে মুটে বিশু,
আজ রান্না হবে কাঠের জ্বালে দুমুঠো চাল।
শীতের কাঁপুনি কমবে গরম ভাত পেটে পড়লে,
উষ্ণতার খোঁজে হাড়ভাঙা খাটুনি খাটে যুবকটি।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আজ জুটেছে একটা কম্বল,
আজ ঘুমাবে নিশ্চিন্তে অনেকদিনের ইচ্ছে।
ভাত জুটুক আর না জুটুক কম্বল পেয়ে আত্মহারা,
উষ্ণতার খোঁজে আদুরি কম্বল জড়িয়ে শুয়ে পড়ে।।