আমরা বাঙালি,বাংলায় আমরা কথা বলি কাঁদি হাসি
স্বপ্ন দেখি বাংলা ভাষাতে, বাংলাতে ভালোবাসি।
মা ছাড়া যেমন শিশুরা বাঁচে না,
বাংলা ভাষা ছাড়া বাঙালি বাঁচেনা।
আমার ভাষা, তোমার ভাষা, আমাদের প্রিয় বাংলা ভাষা,
বাঙালির আশা, বাঙালির বাসা, বাঙালির ভাষা সবচেয়ে খাসা।
উনিশের বিপ্লব জয় এনেছে, গর্বে ফুলাই বুকের ছাতি,
‘অমর রহে’ আমাদের যত ভাষাবিপ্লবী শহীদ-সাথী।
কার আছে সাহস? কে করবে আমার কণ্ঠ রোধ ?
মূর্খ তারা, বধির তারা, নেই যে তাদের ভাষার বোধ!
অসম রাইফেলসকে হার মানিয়ে বাংলা এনেছে বীরের জয়,
স্যালুট তোমায়, বীর বিপ্লবী, যুগে যুগে হোক তোমাদেরই জয়।
শত অত্যাচারেও ছাড়িনি আমরা আমাদের প্রিয় মধুর ভাষা,
বহু জীবনের বলিদানে পেয়েছি, আগলে রাখবো এই ভাষা।
বাংলা ভাষার জন্য যাঁরা করলো তাদের জীবন দান,
এসো হে বাঙালি তাঁদের স্মরনে রক্ষা করব তাঁদের মান।
যাঁদের রক্তে লেখা হয়ে গেছে মাতৃভাষার এই জয়গান,
দেখেছে বিশ্ব, দেখেছে সমাজ,মুক্ত কণ্ঠে ধরেছে গান।
আমরা তোমাদের ভুলবোনা ভাই, রাখবো তোমাদের ত্যাগের মান,
বুক ভরে কথা বলি বাংলায়, মন ভরে গাই বাংলা গান।
বাংলা-মায়ের বীর সন্তান অসম সাহসী, অকুতোভয়,
তাই তো আমরা গর্বিত আজ, তাই তো আমরা পেয়েছি জয়।।