যেই মেয়ে রোজ ভোর না হতেই
খুঁজতে ছোটে পেটের ভাত,
লজ্জা তার নিলামে ওঠে
ইজ্জত নেয় হার হাভাত।
বাসে,ট্রামের ক্লান্তি ঘোচে
হোক সে নারী অর্ডিনারি,
মিটছে কভু চোখের খিদে
হাতের সুখ তো কমপ্লিমেন্টারি।
আঁধার রাতে যেই রমনীর
শরীর বিকোয় সস্তা দরে,
দিনের আলোর ধর্ষণেতে
সেই শরীরেও রক্ত ঝরে।
বারবনিতা,পতিতা সমাজ জুড়ে
কেবল নষ্ট নারীর ঘনঘটা,
ভদ্রতার মুখোশ খুলুক কাপুরুষের
লেবেল লাগুক নষ্টপুরুষ তকমাটা।
কোন ছোঁয়াতে নারীই শুধু নষ্ট হলো
সমাজ তুমি বলতে পারো?
ছিটিয়ে কাদা চরিত্রেতে
লোক দেখানো পুজো করো?
পুরুষ স্পর্শই নোংরা যদি
কিসের লাগি মিলনসুখ,
কলঙ্কভার মাথায় নারীর
চোখের জলে ভাসছে বুক।
কায়িক কাজ যদি সম্মানেরই
বেশ্যাবৃত্তি কেন নয় প্রফেশন?
রাজনীতি তো পেট বোঝেনা
শিক্ষিতদের তাই চলে অনশন।
শরীর ছাড়া মনও আছে
পুরুষ শুধুই একটু বুঝুক,
নারী না হয় এবার খানিক
মানুষ হয়ে বাঁচতে শিখুক ।।