উচ্ছেদ করো তাদের
যারা উলঙ্গ করছে সমাজ
নিত্য দিনের জীবন মাপে
বেহায়াদের নেই যে লাজ।
নারীরা খায় লজ্জা বেচে
পুরুষ হচ্ছে নাজেহাল
চোখের মাথা খেয়ে এবার
ভাষারাও বেসামাল।
কড়িকাঠে রাখছে গলা
করছে বলীর আয়োজন
উশৃঙ্খল জীবনযাত্রায়
চিন্তার নেই যে প্রয়োজন।
দিনের শেষে অন্ধকারে
গলির মুখে একলা মুখ
সুযোগ বুঝে হায়নার দল
মিটিয়ে নেয় সকল সুখ।
শান্তি নেই কোনোখানে
মনুষত্ব বিকোয় হাটে
হিংসার বুক জ্বালা মেটায়
সর্বনাশা নেশা পথে ঘাটে।
মুখোশের আড়ালে বুনছে বীজ
পুঁতছে অজান্তে মরণ চারা,
বুদ্ধির খেলায় মশগুল যখন
বিবেক তখন লাগাম ছাড়া।
বড় মাথারা দিচ্ছে উঁকি
সিংহাসনে করছে রাজ
রক্ত চোষারা দল পাকিয়ে
করবে নাকি দেশের কাজ!!
রসাতলে গেছে সমাজ
বিদ্যেও পচছে পাঁকে
কুলুপ এঁটে পড়ে থাকা
দোষ তুমি দেবে কাকে ?
মেনে নেওয়া মানিয়ে চলা
নিত্যদিনের অভ্যাস
শুদ্ধ ভাষার নেই প্রতিকার
জীবন যুদ্ধ চলছে বারোমাস।।