অঘ্রান মাসের সংক্রান্তিতে
টুসুর হইল বরণ,
তিরিশট দিনে তুহাকে লিয়ে
কৈরব মুরা লাচন।
তিরিশট ফুইলে তুহার পূজা
পরব লাইগেছে গাঁয়ে,
মদনা ছোঁড়া ধামসা বাজায়
ছুটে বুলে উদমা পায়ে।
লুতন জামা লুতন শাড়ি
লুতন গঞ্জি লিব,
সুনুকপাহাড়ির হাটে গিয়া
দমে ঝিলপি খাব।
খামার ভরা লুতন ধানের
লুতন চিকন চাল,
গুঁড়াতে হবেক ঢেঁকিশালে
পিঠা পায়েসের কাল।
আঁদাঁড়ে বাঁদাঁড়ে নারকোল আর
খেজুর গুড়ের গন্ধ,
পিঠা পাব্বনের পৌষ মাস
লইকো মুদের মন্দ।
আঁউড়ি বাঁউড়ি চাঁউড়ি হবেক
গেঁড়গেঁড়ে পুলি পিঠা,
সরুচুকলি পাটিসাপটা খাবেক
ছেনা বুড়া গটাগটা।
রঙিন কাগজে সাজাব ভেলা
ঝুলাইঞ পেঁড়া পিঠা,
বিস্কুট দুব ঝিলপি দুব
ঝিলিমিলি ছটা।
ভেলা লিয়ে বাঁধে যাব
মকর ডুব দুব,
ধামসা মাদলে টুসু গানে
পাগল মুরা হব।
বাঁধের জলে লাগাইঞ ডুব
লাইগবেক বেদম জাড়,
পুয়াল জ্বেলে কৈরব গরম
পুকুর বাঁধের পাড়।
মকর পরব আইল বলে
টুসু গানে জাগো,
টুসু আমার মাগো আলতা পরা পা গো
জামাই আনতে যা গো……।।