তুমি চলতি পথের হাওয়া
তুমি বাদল দিনের ঝড়
তুমি শূন্যের শুন্যতা
তুমি কবিতায় তছনছ আদর !
তুমি আকাশভরা তারা
তুমি মন খারাপের রাত
তুমি ম্যাডোলিনের ঝংকার
তুমি বুকের জলপ্রপাত !
তুমি আগুনপাখির ডানা
তুমি ডাহুক ডাকা দুপুর
তুমি মন তরঙ্গের ঢেউ
তুমি দুচোখের সমুদ্দুর।
তুমি আলতো হাতের ছোঁয়া
তুমি ঘুমপাড়ানি গান
তুমি ” পাড় ভাঙা এক নদী “
তুমি ভালোবাসার উজান….।।