তুমি আমার চোখের মণি
সাঁঝ আকাশের তারা
তুমি আমার জ্যোৎস্না রাত
ভোরের শিউলি ঝরা ৷
তুমি আমার কাঁচা সোনা
ফজলি আম পাকা
তুমি হলে জীবন গাড়ি
মনোরথের চাকা ৷
তুমি হলে বাদাম ভাজা
টিফিনের ডালপুরি
তুমি আবার ফুচকা পাঁপড়
বিকেলের ঝালমুড়ি ৷
তুমি আমার জমা-খরচ
নগদ আবার ধার
তুমি হলে কয়েন টাকা
দক্ষ পকেটমার ৷
তুমি আমার ঘুম ভাঙানো
নিঝুম নিশিরাত
তুমি আবার ঠাণ্ডা-গরম
আমার হাঁটুর বাত ৷
তুমি হলে গলার মালা
চুনোমাছের কাঁটা
তুমি আবার ভোরের ঘন্টা
একসাথে পথ হাঁটা ৷
তুমি হলে সুরের ছন্দ
পাগল করা বাঁশি
তুমি আমার সাগর ঢেউ
সংসারের কান্না হাসি ৷
তুমি হলে শুকনো কাশি
বাঁচার ইনহেলার
তুমি আমার দক্ষ সাথী
শেষবেলা পথ চলার ৷।

