গিয়েছিলাম আজ বিকালে বাপের বাড়ি
দাঁড়িয়ে রোদে চারটে পুলিশ উর্দিধারী।
প্রচন্ড তাপ রোদের ছাঁকা ওদের গায়ে
কাজ করছে তপ্ত রোদেই পায়ে পায়ে।
ওদের কষ্টে আমার মনে ব্যথা জাগে,
পুলিশ মানেই বদমেজাজি থাকেন রাগে।
হেলমেট নেই যাদের মাথায় ধরছে ওরা
কর্মচারী ডিউটি ওদের রোদে পোড়া।
কেউ থাকে বা এসি ঘরে রাজার দুলাল
কেউ বা মরে কষ্ট করে চিরটাকাল।
কেউ বোঝে না ওদের ঘরেও সবাই আছে
ওদের টাকায় সংসারেতে স্বজন বাঁচে।
ওদের দেখে কষ্ট ভীষণ হলো আমার
ঘুষখোর সব মনে বলি বড্ড চামার।
ঘুষের টাকায় গাড়ি বাড়ি সবটা করে
ওদের কষ্ট দেখে তবু হৃদয় মরে।
আসল কথা ঘুষ নেওয়াটা ওদের পেশা
বলতে পারো হ্যাংলামিতে টাকার নেশা।
তবু ওদের কষ্ট দেখে কষ্ট পেলাম
সন্ধ্যা বেলায় আমি বাড়ি ফিরে এলাম।।