তুমি চাইলেই দেখা হতে পারে নন্দন চত্বরে-
তুমি চাইলেই হাতে রেখে হাত-
হাঁটবো গ্রহান্তরে।
তুমি চাইলেই বসন্তটা থেকে যাবে ঠিক এসে
তুমি চাইলেই মাখবো পলাশ-
মহুলকে ভালোবেসে।
তুমি আঁকলেই কথা বলবে
চিড় ধরা ক্যানভাস
জং ধরা ওই রংতুলিটার
কেটে যাবে উপবাস।
তোমার খোঁপায় আটকানো থাক
ফাগুনি হিরন্ময়-
তুমি চাইলেই হাজার কবিতা
ভুলে যাবে অভিনয়…
তবু দেখা হোক এই বসন্তে
জনসমুদ্র চিড়ে-
নিশব্দের চাহনি থাকুক
না বলা কথাকে ঘিরে।
তবু দেখা হোক- এক ভিড়ে।।