আমাবস্যার ঘোর কালো রাত্রি অন্ধকার
কঙ্কালসার শরীর…
মৌখিক বিজ্ঞাপনে আমি একজন সঙ্গী চাই
যে বোঝেনা মনের কথা
যে হবে না সময়ের সাথী,
ঠোঁটের ভাষা আজও বুঝলো না কিংবা বোঝাতে পারলাম না
ব্যর্থতা আমার…
এমন একজন সঙ্গী চাই যে সময় থাকবে না।
হয়তো বুঝবে না এই শব্দগুলো-সময় তো সবাই থাকে
অসময়ে তো কেউ না,
আমিও সেই সময়ের সঙ্গী চাই অসময়ে নয়!
প্রেম যেন অর্থের লীলা
কিংবা শরীরের চাহিদা,
এগুলোই চাই না, এগুলো চাই না!
সারাদিন ব্যস্ত কখনও সফর কখনও যুদ্ধ
কখনও শান্তি…
ঘোর কালো রাত্রি অন্ধকার ।।