আবার এসেছে নতুন বছর মাস
আবার আসবে কালবৈশাখী ঝড়
আবার হয়তো বাসাটা ভেঙে যাবে
আবার পাখিটা বাঁধবে আশার ঘর।
পাখিটার ঠোঁটে খড়কুটো সম্বল
পাখিটার ডানায় ভালোবাসার ওম
পাখিটার চোখে আশ্রয়ের খোঁজ
পাখিটার প্রাণে চাহিদা খুবই কম।
ভোর হতেই আকাশপথে উড়াল
নেই কোনো কাঁটাতারের ভয়
খুঁটে খাওয়া যেটুকু শস্যদানা
সেটুকুই পাখির মহার্ঘ সঞ্চয়।
পাখিটা চায় না খাঁচার বদ্ধ জীবন
চায় না কোনো ছোলাভর্তি বাটি
সবুজ শাখায় অথবা কার্নিশে
বসে শুধু চায় ঠোঁটে ঠোঁট রাখা খুনসুটি….।।