জোর হাতে প্রচারে
জনতার দাস,
তাঁরাই তো ঘরে বসে
করে টাকা চাষ ।
বললেই দানা খাবে
ফুরাবে যে শ্বাস,
নজরটা দিলে জেনো
হবে সর্বনাশ ।
রং মেখে, রং তোলে
জুড়ি মেলা ভার,
নিলামটা চড়া দামে
হয় দেখি তাঁর ।
চাকরি, রেশন চুরি
সকালের ছক,
রাতে ছুরি নাচিয়ে
কাকু হয় রক।
ধরলেই কান্না
প্রেসারটা হাই,
সব পথ বন্ধ !
মেডিকেল তাই ।
বেনামে যা রয়ে যায়
তা তো কম নয়,
জনগণ চিরদিনই
বোকা নিশ্চয় ।
ট্রেনে,বাসে,রাস্তায়
হায় হায় রব,
দুদিন পরেই আবার
ভুলে যায় সব ।
ছুটে যায় মিছিলে
পেট বাঁচাতে,
কেউবা ছুটে যায়
টাকা কামাতে ।
ছাউনিতে খড় নেই
হাড়িতে যে ভাত,
খালি পেটে প্রচারে
তাঁরা করে মাত ।
উচিয়ে কলার যারা
দাদা হয়ে ওঠে
দিনে শেষে কর্মীর
তকমাটা জোটে ।
উপার্জনের আশায়
যারা গ্যাসে ওড়ে
সব কুল হারিয়ে
তাঁরা শেষে মরে ।।