ঐ ছেলেটির স্বপ্ন দেখাই ভুল ছিল
ঐ ছেলেটির লেখাপড়াই ভুল ছিল।
ঐ ছেলেটি পড়তো না হয় গ্রামটিতে
ঐ ছেলেটির মরতো না এই রাতে।
ঐ ছেলেটি বাবা মায়ের এক রতন
মায়ের কাছে পেত যে খুব যতন।
ঐ ছেলেটি মাকে ফোনে বলেছিল
মা আমার যে খুব ভয় করছিল।
সময় দিল না যদুবংশ ধরেরা
ইন্ট্রোতে করলো তারে আধমরা।
নগ্ন করে নাচালো আল্গা ছাদেতে
ঐ ছেলেটি রক্তে ভেজা রাস্তাতে।
ঐ ছেলেটির দুচোখ ভরা ফুল ছিল
মায়ের জন্য উপহার কিনে রেখেছিল।
উপহার সেই পড়ে আছে বিছানাতে
স্বপ্নদ্বীপের স্বপ্ন ভেজে মর্গেতে।
স্বপ্নদ্বীপের স্বপ্নগুলো পুড়ছিলো
তখন ওরা উল্লাসে খুব মাতছিল।
এ পোড়াদেশে অপরাধীদের সাজা নেই
স্বপ্নদ্বীপদের স্বপ্ন আর দেখতে নেই।
স্বপ্নদ্বীপের স্বপ্ন দেখাই ভুল ছিল।
স্বপ্নদ্বীপের স্বপ্ন দেখাই ভুল ছিল।।