জীবনে সুখী হবার স্বপ্নে বিভোর এ মন
আসলে গতানুগতিক অক্ষরেই দিন যাপন।
সুখতো সীমাবদ্ধ আপেক্ষিকতার শর্তে
ছোঁয়া যাবে কি তা, নির্নিমেষ মূহুর্তে!
সুখ বিলাসী বড় একটা দেখা যায় না তটে
মন ও মননের ভিড়ে নিঃসঙ্গতাই এই বাটে।
বিনিসুতোর ধাগার ডোরে বাঁধতে চাই সুখ
আসলে বাঁধাধরা আনে নিত্তনৈমিত্তিক অসুখ।
ধৈর্য্য ধারণ সুখের অন্য ভিন্নার্থক শুরু ও শেষ
সময় কালচক্র আপন করে শেখায় কিছু বিশেষ।
হাতছানি দীর্ঘতর যদি সুখ ধরা দেয় টুপ করে
ব্যাকুল হৃদয় আর্তি থাকবে হৃদি অঙ্গনে ভরে।
হাজার কিছুর বিনিময়ে অর্জিত সুখ নয় সম্পদ
সুখের পরিমাপ তাই হয়ত অযাচিত এক বিপদ।
ভাল থেকে সুখ মন্ত্রে দীক্ষিত হতে চাই পূর্ণ জীবন
এ যে সুখ বিলাসী মন চিন্তনে মিটবে দুর্নিবার স্বপন।।