মাথার উপর গনগনে আগুন
পলাশের বুকে নেই ফাগুন।
শুষ্ক ডালপালার মর্মর ধ্বনি
ঘামার্ত দেহে বেদনা শুনি।
শ্রমিক দিবসের আজ শুভদিন
আমার অভুক্ত শরীর ক্রমে ক্ষীণ।
অফুরন্ত শ্রমের বিনিময়ে অর্থ
ঠকানোর খেলাতে শ্রম আজ ব্যর্থ।
কাগজে কলমে আঁকিবুঁকি কাটার খেলা
ক্রমে দূরে সরে যায় শ্রমিকের ছেলেবেলা।
নরম দুটি হাতে শক্ত কড়া-কালি
ক্ষমতার পিপাসায় শ্রমিকের পেট খালি।
বয়সের ভারে ন্যুব্জ শীর্ণ দুটি হাত
ঘরে পঙ্গু ছেলে নাতিকে দিতে হবে ভাত।
শ্রমিক দিবসের আজ শুভদিনে
বেকার হয় বৃদ্ধ কারণ বিনে।
চক্ষু অশ্রুসিক্ত দেহে কম্পন অজানা ভয়ে
ক্ষুধা নিবারণের অনিশ্চিত উপায় সহে।
বেকার যুবক দুয়ারে দুয়ারে ঘোরে
ডিগ্ৰীর কাগজগুলো তপ্ত বেলায় পোড়ে।
ক্ষমতা লোলুপ মানব স্বার্থপর এককেন্দ্রিক
শ্রমিকের ঘামার্ত, তৃষ্ণার্ত দেহের শ্রম যান্ত্রিক।
ইচ্ছারা সব মাথাকুটে মরে লোভীর মুষ্ঠিতে আসীন
একদিনের আড়ম্বরে শ্রমিকের আসবে কী সুদিন ?