কখনও আত্মীয়তার সম্পর্ক
কখনও রুধির বন্ধন,
কখনও বন্ধুত্বের উচ্ছ্বাস
কখনও বিচ্ছেদের ক্রন্দন।
কখনও ছিন্ন করতে চাই
সম্পর্কের বেড়াজাল,
কখনও অদৃষ্টের পরিহাসে
পান করি হলাহল।
কখনও তিক্ত সম্পর্কের গাঁটছড়া
যেতে হয় কেবলি বয়ে,
অতীতের মধুর সম্পর্কের রেশ
অলিন্দে যায় রয়ে।
যখন সম্পর্কের জটিলতায়
জীবন হয় দুর্বিষহ,
নিবিড় সম্পর্কের আস্বাদন
নিতে চাই অহরহ।
প্রসারিত, উন্মুক্ত হৃদয় যখন
সব সম্পর্কের মাপকাঠি,
জীবনের সব পরিস্থিতিতেই
সম্পর্ক তখন পরিপাটি ।।