বড় বড় কবিরা
আছে আজ চুপ করে
বিকৃত হয়ে তারা ক্রীতদাস,
ধান্দা পুরিবে যবে
চাটবে শাসকের পা
বুদ্ধিজীবী হয়ে রবে বারো মাস।
মোমবাতি হাতে নিয়ে
রাজপথ ফেলবে ছেয়ে
ফাটাবে গলা তারা টিভিতে।
আসবে লেখনী কত
চিকন মুখ তারা শত শত
আহা যাতনা কত ছবিতে।
আজ তারা নেই কেউ
করে নাকো ভেউ ভেউ
শীতঘুম এসিতে দেয় আয়েসে,
ধর্ষণ খুনে তারা
প্রতিবাদে দেবে সাড়া
আপন ধান্ধা বুঝি চয়েসে।
উদার সুশীল সব
নাই আজ কোন রব
ঘটনা গুলো বড় ছোট যে!
গুলিতে ঝাঁঝরা প্রাণ
ঝরে নারীর আজ সম্মান
বড্ড অসুখ আজ সমাজে।
লালসার বলি হল
আগুনে ঝলসে গেল
ধর্ষিতা হয়ে কত মা বোন,
নাই কোন প্রতিকার
চারিদিকে হাহাকার
চলে যাবে এইভাবে কতজন?
যেইদিকে দেখি আজ
আতঙ্ক সদা করে রাজ
ভয়ের আবেশে সব জনগন,
অসহায় লাগে বড়
যাতনারা হয় জড়
ভয়ে যেন কাঁপে আজ ত্রিভুবন।
শাসক পুলিশ প্রশাসন
রক্ষিতে করেছে পন
ধর্ষক দুষ্কৃতী খুনিদের,
সব পাপ হবে মাপ
ধুয়ে যাবে সব শাপ
দুর্দিন বড় আজ আমাদের ।।