চারিদিকে এতো আলো, এতো ঝলকানি…তবুও অন্ধকারে
থাকে আগামী পৃথিবী…!
কেন ?
শিশু শ্রমিকের দল সকালে বিকেলে
হেঁটে যায়
আগামীর পৃথিবী বুনতে…
কিন্তু তার কান্নার ঐ নোনা জলে ভেসে
সভ্যতার অহংকার যে ডুবছে অতলে…
কে রাখে খবর তার !
শুধু বাচালতা
শুধু নিয়মের মেকি বেড়াজাল…আর পোক্ত বাড়ির কোনো দেওয়াল দেখলেই
আঙুল ছোঁয়া !
বোধহয় বিদ্রোহী কবি ও বেহেস্তে
নির্ঘুমে কাটাতে পারেনা দিন
যখন শোনে …
কোনো স্বার্থবাদীর মুখে “বল বীর বল উন্নত মম শির”….
যে ছেলেটা স্কুলছুট অথবা পিতৃহীন অথবা বাবা মা নিজেরা হতে স্বাধীন
ওকে ছেড়ে গেছে …
তাকে নিয়ে খেলা প্রগতি এমন…
কখনো চা এর দোকান
কাপ ভাঙা অপরাধে সারাদিন উপোসী
কখনো যৌনদাসী বানিয়ে ফেলা…
কে রাখে খবর তার নোনাজল সমুদ্রে
হতাশায় কতবার
দিয়েছে সে ডুব !