গভীর রাতে কামের বশে যে করে নারীর সতীত্ব ক্ষয়
সে পুরুষ হয় ঘৃণার প্রতীক সকল পুরুষ ঘৃণার নয়।
যার ঔরসে জন্ম আমার ডেকেছি যারে পিতা বলে
সে পুরুষকে কী কোনো মতে ঘৃণা করা চলে??
যার আঙুলের পরশ পেয়ে প্রথম চলতে শেখা
তারই ত্যাগে হয়েছে জানি সৌভাগ্য ফল দেখা।
স্নেহের বশে জড়িয়ে বুকে শান্ত করে যে মনঃ ব্যথা
সে যে আর কেউ নয় পুরুষরূপী মোর অগ্রজ ভ্রাতা।
বন্ধু রূপে হাত বাড়িয়ে যে ছেলেটি চলেছে সাথে
কেমন করে হয় সে খারাপ তাই করিনি ঘৃণা কোনোমতে।
যৌবন কালে স্বামীর বেশে যে দিয়েছে ভরসা
সেই পুরুষই জয় করেছে নারী হৃদয়ের ভালোবাসা।
ঘৃণায় ছুঁড়ি সেই পুরুষকে যার লাগি নারী ধর্ষিতা
প্রেমের নামে ছলনা করে যদি করে দেয় পতিতা।
নেশার বশের অধীন হয়ে বধূরে করে নির্যাতিতা
ভালোবাসা জয় করবার তার নেই কোনো ক্ষমতা।
ভীষ্ম সম মহান ত্যাগে যে পুরুষ করে সমাজ শাসন
তারই জন্য পাতা থাকে নারীর হৃদয় সিংহাসন।
চায় না মন ধনসম্পদ চায় না কোনো প্রতিপত্তি
প্রকৃত নারী খুঁজে ফেরে শ্রদ্ধেয় পুরুষ একরত্তি ।।