মেয়ে বেশে মেয়ে নয় আর
অস্ত্র ধর শক্ত হাতে,
সর্বনাশী হলেই কুকুর
বাধ্য হবে লেজ গুটাতে।
আর্তনাদ নয় তো আর
হুংকার দিয়ে চন্ডী হয়ে,
দেখবি কেমন কেউটে গুলো
গা ঢাকা দেয় প্রাণের ভয়ে।
যেই নরকের কীট গুলো সব
মেয়ে মানুষের গন্ধ খোঁজে
মাথার ঘিলু শুকনো, খালি
উরুর গিটের সন্ধি বোঝে।
বুকের কাপড় ছিনিয়ে নিয়ে
অট্টহাসি হাসছে যারা।
একবার তুই উলঙ্গ হয়ে
কালী হয়ে সামনে দাঁড়া।
দেখবি কেমন অত্যাচারী
শুকনো গলায় ঢোকটি গেলে,
লোভাতুর ওই লকলকে জ্বিভ
মৃত্যু ভয়ে মা মা বলে।
বিশ্বাস করো নয় বেচারী
তুই ধন্যি, সবার সেরা,
ত্রিশূলধারী চন্ডী হয়ে
প্রশান্ত কর উন্মত্ত ধরা।
একে না হলে জোট বেঁধে নে
তবুও পিছে হাঁটিস না তুই,
বৃষ্টি ফোটা জোট বাধলেই
হতে পারে জল থই থই।
গর্ভধারণ নয়তো সহজ
শতকোটি শুক্রাণুতে,
শত ত্যাগ আর শত সাধনা
একটি মানব জন্ম দিতে।
জন্ম যদি দিতেই পারিস
দুই একটা নয় মারবি হাতে
পাপ নয় রে পূণ্য হবে
আবর্জনা কমবে তাতে।
কুটছে যারা, লুটছে যারা
উল্টো প্রমাণ চাইছে যারা
দুর্গতি দূর করতে নিজের
শক্ত করে ধরবি খাড়া।
এই জামানা, ওই জামানা
দূর্ভোগ তোর কম হয়না।
শক্ত তোকে হতেই হবে
তা না হলে পার পাবিনা।।