তোমাকে ভালোবাসি বাবা
তোমার সংগ্রাম কে ভালোবাসি!
তবু তোমার ঘামে ভেজা তেলচিটে জামার ঘ্রাণ
আমাকে শিশু থেকে হঠাৎ যুবক করে
দেয়নি
এ আমার যৌবনের চন্দন ক্ষত।
কৈশোরের স্বপ্ন নীল রুপকথা ছিল আমার বিলাসিতা মাত্র-
তবুও তুমি আমাকে কিশোর করে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলে আমার সুন্দরী মা কে।
তোমার কিশোর আজ রাজপথে
বিষন্ন নীল বেদনা পথের প্রতিটি বাঁকে
আমাকে চুমু দিয়ে যায়,
বেঁচে থাকার শাশ্বত ঢেউ গুলো আমাকে নিয়ে খেলা করে,
নাগরিক স্রোতে।