স্টেশন চত্বরে থিকথিকে ভিড়–
সরগরম যাত্রীর চিৎকার আর রেকর্ডিং ভয়েসে,
ট্রেনের আসা যাওয়া
অপেক্ষারত যাত্রীদের মোবাইল ফোনে
সময় দেখা বারবার,
কেউ বসে কেউ দাঁড়িয়ে;
কসমেটিক্সের নরম ঝাঁঝালো গন্ধে
ভরপুর চারপাশ
অথচ কোন চোখ বাঁধা পড়ে না
নির্দিষ্ট কোন কিছুতে–
পিছুটান উচাটন অন্যমনস্ক জনারণ্যে !
চা-পানের স্টল ঠান্ডা জল
হরেক রকম ফেরিওয়ালা,
যাত্রী ভিখারি হকার চেকার মুটে
সব একই মঞ্চে অপেক্ষায়।
যে যার মত– আমাকে কি কেউ দেখছে?
চোখে পড়েনি।
কারো ঠোঁট কারো চুল কারো জামা
জুতো ব্যাগ টাই প্যান্ট জামা শাড়ি
আহা! কত রংবেরঙের মন কাড়া !
কেউ যেন হৃদয় মোচড়ানো আর্তির
ফসল
দুকুল ভাসানো বন্যা,
কেউ বিশুদ্ধ শস্যদানার ভেতরে চকচকে কাঁকর সম,,,,,!
ট্রেন এসে থামল
হুড়মুড়িয়ে নামলো কত যাত্রী
ঠেলাঠেলি চাপাচাপিতে উঠে পড়লো কত কামরায়,
ট্রেন ছুটলো
নিমেষে বদলে গেল স্টেশন চত্বর
অন্য মানুষের ভিড়ে,
গতির সাথে অন্য স্টেশনের যাত্রী
চললাম গন্তব্যে–
গতির সাথে
হয়তো এটাই সময়ের দাবি ।।