দেখো এসে কবি!
তোমার পৃথিবী!
বিষের গরলে ঢেকেছে রবি!
বড় অসহায় মানুষের ছবি!
আনন্দ নেই মনে।
এগিয়ে চলে সময় কঠিন!
হতাশাগ্ৰস্ত, অবসাদে লীন!
পৃথিবীর আজ বড় দুর্দিন! রঙের অভাবে হয়েছে মলিন!
লিখে রাখি শুধু স্মরণে।
দেখো এসে কবি!
তোমার পৃথিবী!
বিষের গরলে ঢেকেছে রবি!
বড় অসহায় মানুষের ছবি!
আনন্দ নেই মনে।
এগিয়ে চলে সময় কঠিন!
হতাশাগ্ৰস্ত, অবসাদে লীন!
পৃথিবীর আজ বড় দুর্দিন! রঙের অভাবে হয়েছে মলিন!
লিখে রাখি শুধু স্মরণে।
© 2023 Eidin all rights reserved.
© 2023 Eidin all rights reserved.