সমস্ত বিষের ফোঁটা নিয়ে নীল পদ্ম হয়ে ফুটে আছো তুমি,
হে আমার পৃথিবী …
তোমাকে কতটুকু ছুঁয়েছি আমি ?
দেখিনি তোমার ভয়ঙ্করী রূপ !
মধ্য আকাশ বুকে নিয়ে রাত্রি দেবীর মত শুয়ে আছো তুমি …
হে আমার এক টুকরো পৃথিবী।
কুয়াশার চাদর সরিয়ে ভেজা জোৎস্নার কাছে যাই ,
দেখি …
অর্ধেক চাঁদের আলোয় ঘুমিয়ে আছে শহর
ঘুমিয়ে আছে দূরের মাঠ
শিশির ভেজা নরম সবুজ ঘাস ..
ঘুমিয়ে আছো তুমিও।
নির্জন রাতের বুকে মাথা রেখে আমি কথা বলি, শব্দ করে ওঠে নির্ঘুম ঝাউবন ..
তাকিয়ে থাকে শিশির ভেজা সবুজ ঘাস।
এভাবেই বোসে আছি বহু যুগ
ফেলে আসা সভ্যতার জমা ধুলো .. শুকনো পাতার খর সব পরে থাকে।
তবু চাঁদের আলোর মত ফুরিয়ে যায় মানুষ
ফুরিয়ে যায় সময় .. ফুরিয়ে যায় দিন ..
হারিয়ে যাচ্ছি আমিও!
যা কিছু ছড়ানো সব পরে থাকে রাতের স্বল্প আলোয়।
ক্ষুধার্ত হায়নার বিক্ষোভ চিৎকার ..
বিষণ্ণ পেঁচার ডাক ..
আমি রাত্রি দেবীর কোলে মুখ লুকিয়ে , নীল সরবরে পদ্মের পাপড়ি খসে পড়ে।
ঘুমিয়ে আছে দূরের মাঠ, শিশির ভেজা নরম সবুজ ঘাস ..
ঘুমিয়ে আছো তুমিও।
গঙ্গার পারে আধপোড়া কাঠের টুকরো ..
শবের ছাই ভাসা নদীর বুকে আরও একবার ফিরে আসে নতুন সকাল ,
আরও একবার ভেসে ওঠে নতুন সূর্য।।