ফাগুন রাঙালো শিমুল পলাশ নীল আকাশ বহুদূর,
বন্য হাওয়ারা আবির মাখালো ঠোঁট ছুঁলো রোদ্দুর।
একফালি মেঘ উপর থেকে মাটিতে আসলো নেমে,
বসন্তের ভোর যেন মাতাল হয়েছে রংমিলান্তি প্রেমে।
টুকরো আদর চাঁদের গায়ে জানলায় দু’চোখ রাখি,
মহুয়ার শাখায় গুনছে প্রহর রাত জাগা এক পাখি।
ঘাসের শরীরে নরম শিশির শিহরন লাগে এ বুকে,
রঙের চাদরে স্পর্শের ঘ্রাণ পড়েছি কোন অসুখে?
কার্নিশে দেখি অস্পষ্ট কায়া কলমে নবীন কালি,
তার নামেই লিখি প্রতিদিন মুক্ত প্রেমের পদাবলী।
শব্দের আসরে নির্বাক আমি অনুভূতি রাশি রাশি,
কীভাবে বোঝাবো তোমাকে কতখানি ভালোবাসি।
রাত আসে একা রাত চলে যায় হয় না কিছুই লেখা,
আমার স্বপ্নে ধু ধু মরুভূমি পাই না গোলাপের দেখা।
ক্লান্ত জীবন ক্লান্ত ভাবনা কলমের পথ গেছে থেমে,
আবেগ তবুও ভিজে গেছে দেখি রংমিলান্তি প্রেমে।।