শুনো শুনো বন্ধু গণ শুনো দিয়া মন
জীবনের এক চরম সত্য করিগো বর্ণন।
লক্ষ যোনি ভ্রমণ করে পেলাম মানব জীবন
সেই জীবনই চলে যাবে আসবে যবে মরণ।
জীবন পথের পথিক মোরা চলেছি পথে পথে
সাবধানে না চললে পরে বিপদ আছে তাতে।
সাবধানের মার নেই জেনো মা ঠাকুমা বলে
অসাবধানে চললে পথে দুর্ঘটনা ঘটে চলে।
ট্রাফিক আইন মানলে বন্ধু চিন্তা নাই গো আর
সেফ ড্রাইভ সেফ লাইফে বাঁচো তুমি বাঁচুক পরিবার।
সড়ক পথে চালাও গাড়ি নিয়োনা জীবন হাতে
সময়ের চেয়ে বেশি দামি জীবন জেনো সন্ধ্যা প্রাতে।
সিগনাল মেনে চালাও গাড়ি নিয়োনা আইন হাতে
ভাঙবে যবে ট্রাফিক আইন কেউ রবে না সাথে।
বাইক নিয়ে বেরোলে পথে হেলমেট নাও পরে
অপেক্ষা তোমার করে পরিবার তোমার আপন ঘরে।
ট্রাফিক আইন ভেঙ্গনা সাথী নিয়ম মেনে চলো
গতির চেয়ে দামি জীবন মনে মনে সদা বলো
আছে প্রশাসন আছে পুলিশ তোমার সেবায় রত
গাড়ির কাগজ সঠিক রেখো চল নিয়মমতো।
নাইবা রইলো কানে মুঠোফোন নাইবা শুনলে গান
সতর্ক হয়ে চলো পথে বাঁচবে তোমার প্রাণ।
সুরক্ষা আর সতর্কতার কোনো জুড়ি নাই
গাড়ি নিয়ে চললে পথে ইন্সুরেন্স করা চাই।
সতর্ক হও বাঁচাও জীবন নিজে বাঁচো আনন্দে
সকল দুঃখ মুছে যাবে তোমার বাঁচো সবার সঙ্গে।
নেশা করে রাস্তায় যে মানব চালাবে তার গাড়ি
সাধের জীবন হারিয়ে যাবে জ্বলবে চিতা তারই।
বাঁকের মুখে ধীরে চলো নইলে পগারপার
সিট বেল্ট রেখোনা খুলে সুরক্ষা সবাকার।
ওভারটেক র প্রয়োজন নাই চলো নিয়মমতে
পার্থ প্রতিম বলে চলে প্রত্যহ দিন রাতে।।