মকর স্নানে চলেছে সবাই
গঙ্গাসাগরের তীরে,
পূণ্য অর্জনে জনসমাগম
কপিল আশ্রম ঘিরে।
শবর রাজা পড়েছিলেন একদিন
কপিল মুনির রোষে,
সন্তানরা সবাই ফিরে এলো
কপিল মুনির আশীষে।
গঙ্গা ও সাগরের মিলনস্থলে
গঙ্গাসাগর তীর্থধাম,
একবার গমন করলেই
পূণ্য মনোস্কাম।
মুনি, ঋষিদের পদধূলিতে
ধন্য হয় সাগরবেলা,
মকর স্নানকে কেন্দ্র করে
বসে সাগর মেলা।
অনেকেই অপেক্ষায় থাকে
করবে পূণ্য মকরস্নান,
একলা জাগা গঙ্গাসাগর
প্রায় ফিরে প্রাণ।।