সেই যে প্রথম ভীড়ের মাঝে চোখটি চুরি করা
সেই যে প্রথম স্কুলের পড়ায় আনমনা, মনমরা,
সেই যে প্রথম বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা গোলাপ
সেই যে প্রথম হৃদ কম্পন, দুরুদুরু বুকে আলাপ
সেই আমাদের প্রথম প্রেম, প্রথম সে ভালোলাগা
হঠাৎ হঠাৎ যার কারণে আজও রাত্রি জাগা।
বুঝিনি তখনও প্রেম কি কিংবা সেই যে অবুঝপনা
হাজার চোখকে ফাঁকি দিয়ে সেই প্রথম জানাশোনা
অপেক্ষার কত হলুদ বিকেল কখন যেত ফুরিয়ে
কথা, না-কথার দোলাচল শেষে সময় দিত বুঝিয়ে
চলে যাওয়া,সেই পিছু ফিরে চাওয়া মন কেমনের কষ্ট
সেই আমাদের প্রথম প্রেম যা আজও ভাবায় স্পষ্ট।
নদীর বুকের ঢেউ বয়ে যায়, জীবনও সমান তালে
মোদের যত আসমানী সুখ হারিয়ে গিয়েছে অকালে
আজ প্রেম নিয়ে যুক্তিতর্ক, কত প্রেমের বন্যা খরা
তবু সুখপ্রেম, ভালোলাগা দেখি দিনের শেষে অধরা
আজও কিছু ঋণ রয়েছে তোলা হৃদয়ে জাগায় আশা
সেই আমাদের প্রথম প্রেম, প্রথম সে ভালোবাসা ।।