দাও ফিরে সে অরণ্য
দূরে যাক এই তীব্র দাবদাহ
একটি গাছ একটি প্রাণ
ভুলছে দেখি মানবগণ।
বুজছে পুকুর মাঠ ঘাট
গড়ছে শুধু অট্টালিকার পাহাড়
বাড়ছে গরম জ্বলছে চরম
প্রকৃতিকে রুষ্ট করার এটাই ফল।
ছাদের উপর ছাদ সাজিয়ে
যতই হও না ধনি
কুঁড়েঘরে আরাম কত
সবাই আমরা জানি।
গ্রামকে পরিয়ে দেওয়া হলো
শহুরে জামা
সবুজের বনানীকে করিয়ে ত্যাগ
কংক্রিট দিয়ে তৈরি হলো তার সাজ
তাইতো বাড়ছে উষ্ণায়ন।
পাখিরাও হারিয়ে যাচ্ছে
আজ তারাও হয়েছে গৃহহারা।
চলো আজ শপথ করি আমরা সবাই
গাছ লাগাই প্রাণ বাঁচাই
পাখিদের কলরব আবার যেন শুনতে পাই
মুক্ত বাতাস থেকে বিশুদ্ধ অক্সিজেন চাই।