২৬ শে জানুয়ারী তেরাঙা পতাকা
উড়লো আবার নীলাকাশে
প্রজাতন্ত্র দিবসে দেশের মানুষ
স্বাধীন স্বপ্নে যায় ভেসে।
প্রজাতন্ত্রে প্রতিজ্ঞা হোক দেশবাসী
মোরা কোটি-কোটি
লুটছে যারা শহীদের স্বপ্ন
ভাঙবো এবার তাদের ঘাঁটি।
স্বাধীন দেশের প্রতিটি কোনায়
বাজুক সুরের ঐক্যতান,
আকাশে বাতাসে ধ্বনিত হোক
মহামিলনের জয়গান।
হিন্দু মুসলিম জৈন খৃষ্টান
ভাইভাই হয়ে থাক ,
হিংসা বিদ্বেষ জাতপাত যত
ধুয়েমুছে সব যাক।
জীবন দানে এনেছে যারা
মাতৃভূমির স্বাধীনতা,
তাঁদের কথা রাখবো স্মরণে
এটাই হোক শেষ কথা।
জাত ধর্ম ভেদাভেদ নয়
মোরা এক জাতি এক প্রাণ,
২৬ শে জানুয়ারী পুন্য প্রভাতে
ধ্বনিত হোক এই স্লোগান।
স্বাধীন স্বপ্নে মাতবো সবাই
খুশীর ভেলার দাঁড় বেয়ে,
ছাড়বো না হাল ঈশান মেঘে
তুফান যদি আসে ধেয়ে।
তেরাঙা পতাকায় সাজিয়ে তুলবো
যত পথঘাট শহর গ্রাম,
গেয়ে যাবো মোরা একসাথে গান
মোদের দেশ ভারত মহান।।