তুমি দেখেছ অভিমান মানে শ্রাবণ
তুমি দেখেছ কান্নায় ভেজা চোখ
দেখনি শুধুই দৃষ্টিপথের বাইরে
রয়েছে অগুন্তি প্রেমের পূণ্যশ্লোক।
তুমি দেখেছ রাগমতী ঋতু বৈশাখ
তুমি দেখেছ থমথমে মুখে উত্তাপ
অনুরাগ মাখা গনগনে মুখাবয়বে
দেখনি মিশেছে প্রেমের স্বত্ত্বছাপ।
তুমি দেখেছ স্বপ্নালু চোখে শরৎ
তুমি দেখেছ স্নিগ্ধতা মাখা মূর্তি
তুলো মেঘে কত অপেক্ষার স্বরলিপি
শোনো নি গাইছে বিরহে করুণ আর্তি।
বিবর্ণতা এসে মিশে যায় সতেজতায়
থমথমে মুখে হিমস্রোত মানে শীত
উদাসী স্বরে গেয়ে যাও আকুলতা
আশাবাদী আমি গাই আগামীর গীত।
রং মনে তুমি হৃদয়ে সাজাও স্বপ্ন
পলাশ ছোঁয়ায় আমিও বিবশ, রঞ্জিত
কুহুতান শুনি, তুমি-আমি সেজে উঠি
শেষের ভালোয় আসুক ফিরে বসন্ত।