কে তুমি, ওগো, কে তুমি ?
কে তুমি সখা, রয়েছো বসে –
মোর হৃদয়ে দিবা-রাতি,
ঘুমের মাঝে আসো অনিবার –
তবু স্বপ্নে কখনো আসোনি,
চোখের সামনে নিত্য থেকেও –
ধরা তুমি, মোরে দাওনি,
সুখ-দুঃখের গোপন কথাও, কভু –
আমায় তো, তুমি বলোনি।
কত লেখা আমি পড়েছি তোমার –
তবু কলমের দেখা হয়নি,
চারিদিকে কত খুঁজেছি তোমায় –
আজও সন্ধান আমি পাইনি,
নামটি শুধু জানি তোমার –
বাকি “পরিচয়” তুমি দাওনি ।
কে তুমি, ওগো, কে তুমি –
কে তুমি সখা, কে তুমি ?
কথা দিয়ে তুমি, গেঁথেছো মালা –
সুর দিয়ে তুমি, বেঁধেছো তান,
লক্ষ তোমার চায় গো ছুঁতে –
বাঁধিতে “ঐক্যতান”,
বিলিয়ে দিয়ে যাও যে, তুমি –
তোমার, “জ্ঞান-সাগরের” জল,
মম হৃদয়ে, আমি রেখেছি যতনে –
তব “প্রেরণাই” মোর সম্বল।
ধন্য সে ফুল, পেয়েছে ছোঁয়া –
তোমার “খোঁপাতে”,
স্নিগ্ধ বাতাস, পাগল হয়ে যায় –
তোমার “সুবাসে”,
বাধ্য কলম, থামতে না চায় –
তোমার “কোমল” ছোঁয়াতে,
দাবানল-দাহ, শান্ত হয় যে –
তোমার “স্নেহেতে”,
মরুভূমিতে ও, ফুল ফুটে যায় –
তোমার “প্রেমেতে”।।
কে তুমি ওগো, কে তুমি –
কে তুমি সখা, কে তুমি ??
পথ ভোলা এক পথিক ওগো –
পায়নি, “তোমার” পরিচয়,
দিশাহারা হয়ে খুঁজে চলেছে –
যদি কভু “দেখা” হয়,
খুঁজতে গেছে তোমায় ওগো –
“নীল-গগনের” মাঝে,
খুঁজতে তোমায় ডুব দিয়েছে –
গভীর “সাগর-জলে”,
খুঁজতে গিয়ে পৌঁছে গেছে –
ঐ পাহাড়ের “চূড়ায়”,
খুঁজছে সে’যে, এখনো তোমায় –
ঐ মরুভূমির “মরীচিকায়”।।
কে তুমি ওগো, কে তুমি –
কে তুমি সখা, কে তুমি ??
দাও দেখা-দাও, ওগো সখা –
“তোমার” দেখা দাও,
“প্রেম-সাগরের” রূপ নাহি চাই –
তব “হৃদয়ে” ঠাঁই দাও,
সুখ-দুঃখের গোপন কথা –
আমায় “স্বপ্নে” দিয়ে যাও,
মোর উদাসীন মন, তোমার সুবাসে –
“পুলকিত” করে যাও,
প্রাণ ভরে শুধু দেখবো তোমায় –
দুচোখের “তৃষ্ণা”, মিটিয়ে যাও,
কোমল হাতে, স্নেহের ছোঁয়ায় –
মোর “আবেগ-অশ্রু” মুছিয়ে যাও,
তোমার প্রেমের তীব্র স্রোতে –
আমায় “প্রেম-সাগরে” ভাসিয়ে দাও,
দাও দেখা-দাও, ওগো সখা –
দাও দেখা-দাও, “তুমি”,
কানে-কানে’ই নয়, বলে দিয়ে যাও –
কে তুমি ওগো, কে তুমি –
কে তুমি “সখা”, কে তুমি ?