নাম না জানা পারফিউমের সুগন্ধে আমি আজও সংবেদনশীল।
তোমার সাথে প্রথম দেখা হওয়া, কথা বলা, কাছে আসা —
আবার অভিযোগের পাহাড় নিয়ে দূরে সরে যাওয়া,
সবই আজ অতীত।
নিউরন শুধু আঘাতপ্রাপ্ত, অবসাদগ্রস্ত ক্লান্ত হৃদয়
দুই চোখের নোনাজলে ডুবন্ত আবেগ
স্মৃতির রোমন্থনে তোমার অবজ্ঞা!
পেয়েছি অফুরান সুখ, শান্তি, অনুভূতি হারানোর স্বাদ।
পুড়িয়ে ফেলা অনুভূতিতে পারফিউমের আচ্ছাদন দিয়ে ছড়াতে চেয়েছিলে সুগন্ধ।
কিন্তু যতই পারফিউমের গন্ধে ঢাকতে চাও –
সেই দগ্ধ হওয়া হৃদয়ের দুর্গন্ধ কখনোই যাবে না।
বুকের ভিতর সযত্নে কফিন সাজিয়ে জুঁইয়ের সুবাসে জড়িয়ে রেখে আমার নিথর দেহ
ছড়িয়ে দিলে তোমার সেই পারফিউম।
সত্যি আজও তোমার সেই পারফিউমের গন্ধ
আমার পরমাত্মায় বিলীন ।।