অপেক্ষা করতে করতে সময় শেষ হতে থাকে
আমি একটাও বিশ্বাসকে ছুঁতে পারি না,
কেনো জানিনা অন্ধকারগুলো দিনের আলোর থেকেও বেশি স্পষ্ট হতে থাকে!
দিনের আলোর মত অন্ধকারের কোনো হেঁয়ালি নেই!
না আছে হাজার রঙ, একটাই রঙে রাত সাজিয়ে রাখে।
মুগ্ধতা কার বেশি চাঁদ নাকি অন্ধকারের!
হাত দিয়ে দেখি
অন্ধকারের কোলে চাঁদ
কেমন রাতের সাথে মিশে থাকে
আর তারার গায়ে
মিট মিট করে হাসে
প্রতিটা সন্ধ্যা
কি ভীষন আত্মতৃপ্তি ওদের পরস্পরের,
একবারও ভেবে দেখেছো!
অন্ধকারের চোখ নেই,
তবুও আলো অন্ধকারের পরেই জ্বলে ওঠে,
সূর্যের আলো যেনো ভয় পেয়ে যায়
অন্ধকারের বলিরেখার গায়ে;
আমি তো তোমার অস্তিত্বকে বুকে নিয়ে
সমুদ্রকে লুটে নিতে সক্ষম
তুমি সামান্য পাহাড় হতে পারো না কেন !

