আমি বন্দি নয় শারীরিক ভাবে
আমি মানসিক চাপে বন্দি
আমি দেখেছি আমার স্বপ্নকে
যেটা হয়নি সেটা সত্যি …..
আমি ছোট থেকেই অভিনয় ভালোবাসি
শিখেওছি অনেকের কাছ থেকে
অভিনয়ের ব্যাকরণ, স্বরক্ষেপণ,
কণ্ঠস্বরের ওঠা নামা,
তুমি কিন্তু কোনোদিনও অভিনয় শেখনি
ভালোওবাসতে না তেমন
অথচ
এত সুন্দর অভিনয় শিখলে কোথা থেকে?
আমি মুগ্ধ হলাম…
আমি তো জানতাম আমি কালো
সুন্দর না দেখতে
কিন্তু তুমি বলেছিলে
কালোর মধ্যে আমার চোখ দুটো খুব সুন্দর
তুমি আমাকে ডাকতে কৃষ্ণকলি বলে
গোধূলি বেলায় নদীর ধারে কনে দেখা আলো এসে আমার মুখে পড়ত
আমার ঘন কালো চুলের মধ্যে আঙ্গুল ডুবিয়ে তুমি কবিতা বলতে,”কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ”
তোমার মুখে রবি ঠাকুরের এই কবিতাটা শুনতে শুনতে কবে যেন আপনার হয়ে গিয়েছিল, মনে হতো
এ যেন আমার জন্যই লেখা, আমার নিজের,
আমার কালো মুখে আলো খেলা করতো, কোনও কষ্ট থাকতনা,
তোমার মুখের দিকে তাকিয়ে সব ভুলে যেতাম আমি সব
বাড়িতে অভাব, দারিদ্র্যের সংসার,
তার মধ্যেও আমি কষ্ট করে রান্না করে নিয়ে যেতাম,
আমার রান্না খেয়ে তুমি বলতে সুপার্ব,
আর সেটা শোনার জন্য আমিও রোজ রোজ তোমার জন্য রান্না করে নিয়ে যেতাম,
কষা আলুরদম, মুড়িঘন্ট, পরোটা,
টিউশনির টাকা জমিয়ে কিনতাম তোমার জন্য দামি পারফিউম, দামি শার্ট
কিন্তু নিজের জন্য কেনার কথা ভাবতেই পারতাম না
তোমার জন্য রাত জেগে নোটস, খাতা তৈরী করা,
এর ফলে যা হওয়ার তাই হলো,
তুমি স্কলারশিপ পেয়ে বিদেশ গেলে,
আর আমি কোনও মতে পাস,
প্রথম প্রথম ফোন, মেসেজ
তারপর সব সাদা
আমার মোবাইল নাম্বার থাকা সত্ত্বেও,
সব থেকে অবাক হলাম বন্ধুদের দেখে, ওদের আচরণে
কিন্তু এই ঘটনায় কেউ আশ্চর্য হলোনা
কারণ তুমি বলে গিয়েছিলে, কালো মেয়ের সঙ্গে ঘোরা যায়, বিয়ে অসম্ভব
আমি দুঃখ পাওয়ার চেয়ে মুগ্ধ হলাম
এত ভালো অভিনয় তুমি শিখলে কোথা থেকে??
জীবনে কৃষ্ণকলির স্বপ্ন ভেঙে গেলেও অনেক কৃষ্ণকলির স্বপ্ন যেন ভেঙে না যায়
আজ সত্যিই কোথাও বন্দি হয়ে যাচ্ছে মানুষ, কৃষ্ণকলি দের স্বপ্ন, রাতের শেষে ভোরের আলোয় মুক্ত হোক কৃষ্ণকলিদের এই বন্দি দশা, ওদেরও স্বপ্ন সফল হোক, এগিয়ে চলুক লক্ষ্যের পথে….