সাঁঝের বাতি জ্বলল বুঝি
রাতের তারা ঐ
চাঁদের আলোয় ভাসলো ধরা
তুলসী তলা কই ?
তুলসী তলা একলা কাঁদে
কাজে নতুন বৌ
শঙ্খ ধ্বনি হারায় বুঝি
কুকুর বাঁকে ভৌ ।
বিকেল বেলা খোকন ঘুমায়
কাঁদে একলা মাঠ
ঠামি আছে বৃদ্ধাশ্রমে
কোথায় গীতা পাঠ।
সন্ধ্যে হলে ছোট্ট খোকন
একাই করে পাঠ
মা আসেনি অফিস থেকে
বাবার ফোনে চ্যাট ।
অফিস থেকে মা ফিরেছে
সঙ্গে পাপড়ি চাট
খোকন সোনা দৌড়ে আসে
মুখে খুশীর হাট ।।