কন্যা জায়া মাতা যাই বলো না কেন
আদপে আমি সেই নারী
সেই সৃষ্টি সেই আদি
ভেবোনা আমি অবলা।।
যতই করুক দূর্যোধন সভা মাঝে
রজ্:স্বলা দ্রৌপদীর অপমান,
যতই রাখুক স্বামীরা তাকে পন ,
মিথ্যা ঝুটা পাশা খেলায়
নয় সে দ্রব্য নয় সে ভোগ্য
পুড়ে ছারখার হবে
অগ্নি হতে জন্ম যে তার
সে কিন্তু আদপে সবলা।।
লক্ষী মেয়ে তো সবাই চায়
চায় না তো কেউ
দুর্গা মেয়ে কালি মেয়ে চণ্ডী মেয়ে,
আসলে তারা যে বড়ই অদ্ভুত
তারা যে বড়ই প্রতিবাদী,
কিন্তু লক্ষী ও যে হতে পারে
প্রয়োজনে চঞ্চলা,
নয় তারা কেউই অবলা।।
অগ্নি পরীক্ষায় ক্লান্ত সীতা
বিশ্রাম নিতে খোঁজে
ধরণী মায়ের কোল,
সারা জীবন পেয়ে যাবে কি
তারা তোমাদের অবহেলা!
আদৌ কি সে হয়ে গেছে অচলা।।
ভাবো নারী অস্পৃশ্য অশুচি
মন্দির সেবায় নেই তার অধিকার
ভুলে যেও না হাহাকার পরে যাবে
খরা হবে, হবে না শস্য, পড়বে অসংখ্য লাশ
যদি ধরণী না হয় রজ:স্বলা ।।
মা যদি নাই থাকে
জন্ম হতো কেমন করে
হতোই না তো সৃষ্টি
হতোই নাতো তোমার কথা বলা
তাই ভেবো না আর নারী অবলা।।