লাইভ টেলিকাস্টে তোমাকে দেখি
অথচ কানের পাশে ছোটো ছোটো ছিদ্রে তুমি নির্দয়।
তোমার কামরূপে আমি সেজে থাকাকালীন উপন্যাসকে টেক্কা দিয়ে লিখে ফেলি অনন্ত দলিল;
তুমি শক্তি হলেও আমার অনাবৃত দেহ ছুঁতে পারো না।
এমন এক সন্ধ্যায় আমি তোমায় পরিত্যাগ করলাম
যেখানে তুমি কোটি কোটি ভেঙ্গে ফেলার শিরোনাম লিখলেও
একটাও নেভানোর হাত পাবে না,
অভিশাপ কুড়িয়ে নিয়ে টুকরো টুকরো কাচের ভিতর তোমার মিথ্যা মামলায়
প্রত্যাহারের আহ্বান জানিয়ে গেলাম
যদি পারো সহজ কোনো রাতে আমার নাভি পল্লবে স্নিগ্ধতা রেখে যেও
তোমাকেই তোমার হরিণী হয়ে দিয়ে যাবো নিঃশ্বাসের গভীর শব্দ।