বলি কি শোনো কবি সকালে উঠবে রবি
পরিযায়ী উড়ে যায় ঝাঁকে
স্বপ্নরা যায় আসে দুকূল জলেতে ভাসে
হাতছানি দিয়ে তাকে ডাকে
চোখের দুই পাতা কিছুই বোঝেনা কথা
সারারাত খোলা পড়ে থাকে।
নিশুতি রাত বলে রূপালী নদীর জলে
ঝিকিমিকি জ্যোৎস্না করে খেলা
তরীতে ভাসি আমি জানে তো অন্তর যামী
ফুলকুঁড়ি ফুঁটে আছে মেলা।
সংযমী ইচ্ছে গুলো খানিকটা এলোমেলো
পথমাঝে পড়ে থাকা ঢেলা।
উদাসী অন্ধ কোণে কি জানি কি জাল বোনে
আঁধারে যায় না তো দেখা
নাচবে ধীরে ধীরে দেখবে মুখটি ফিরে
ময়ূরের ছোট থেকে শেখা
আষাঢ়ে মেঘ যদি বুঝতো ময়ূরী মতি
প্রতিদিন শোনা যেত কেকা।