মানবতা ছাই চাপা আজ
প্রতিবাদেও মৌনতা
তাই তো বুড়োও খুঁজে বেড়ায়
শিশুর দেহে যৌনতা।
রসিক নাগর ছলা কলায়
ডুবিয়ে শরীর ভাসায় মন
মুক্তি পেতে ছুঁড়ছে অ্যাসিড
করছে প্রেমের বিভাজন।
স্বপ্নে বিভোর প্রেমিক গুলো
প্রেমিকাদের খামখেয়াল
পায় উপহার মৃত প্রেমিক
কাঁচের ফ্রেমে চার দেওয়াল।
ঘাড়ের বোঝা নামিয়ে দিয়ে
জাঁক জমকে বিয়ের ধুম
চিলেকোঠা সিলিং ফ্যানে
নববধূর অকাল ঘুম।
অবৈধ সুখ চোরা মিলন
ভালোবাসার দস্যু রাত
লোক লজ্জায় ছিঁড়ছে ডগা
গজিয়ে ওঠা মায়ের জাত।
পরিচয়ের নেই তো প্রমাণ
পাপ বলে মা দিচ্ছে ছুঁড়ে
ফুলের মতো সদ্যজাতর
জায়গা তখন আস্তাকুঁড়ে।
উড়বে কোথায় ? ডানা ভাঙা
নয় তো স্বাধীন পা দুটো
গুমোট ঘরে গৃহবধূ
রোদ পেতে চায় একমুঠো।
সত্যি কথায় তোয়াক্কা কই
মিথ্যে যেন সোনার তাল
অহংকারে ধুঁকছে মানুষ
একেই বলে কলির কাল।।