নীলাম্বরের ধ্রুবতারা —
কেন স্বপ্ন দেখাও তুমি
মিথ্যে ঘুমের ঘোরে?
কেন বাতাসে বেড়াও ভেসে?
কেনই বা ওঠো আড়ালে?
নীলাম্বরের ধ্রুবতারা তুমি —-
স্বপ্নচারী হয়ে নিও না আমার খবর।
নিশাচর হয়ে ভাবিও না আমায় আর!
বিভোর ভাবে দেখবে
কেমন করে আমার ভালবাসা
হয়ে গেছে পদ্মপাতা!
নীলাম্বরের ধ্রুবতারা —
স্বপ্ন-বিলাসী করে আমায় সাজাতে চেয়েছ।
স্বপ্ন-বিলাসী মন নিয়ে চলেছ হেঁটে
স্বপ্ন তুমি ; আধো ঘুম জাগরণে ছুঁয়েছো আমায় !
দেখ, কেমন সারা শরীর জুড়ে আমার স্বপ্নের নিশ্চুপ হেঁটে চলা!
নীলাম্বরের ধ্রুবতারা —
স্বপ্ন নিয়ে কবিতা লিখি!
স্বপ্নের সাথে সখ্যতা করে, স্বপ্ন-বিলাসী হয়ে
স্বপ্নের পথে খুঁজি নির্মম সত্যকে আমার ।
আমি স্বপ্ন বিলাসী।
মন নিয়ে সত্য কে অনুসন্ধান করি।
সারা ভুবন জুড়ে আমার স্বপ্ল-বিলাসী সত্ত্বার অবাধ্য বিচরণ !