মন চাইছে নিখোঁজ হতে, দূরে হারিয়ে যাবো,
নিখোঁজ হবো, খুঁজবে কি তোমার ওই দু চোখ?
যখন দেখবে নেই চোখের সামনে আমি ,
বেদনা লুকিয়ে হাসিমুখে সমাজে, অন্তরালে শোক!
একা কি বাঁচা যায় ! জীবন তো থেমে থাকেনা,
সময়, নদীর স্রোত, চিরকাল বহমান, ফেরেনা।
গভীর রাত নির্ঘুম চোখ আজও পথ চেয়ে?
ফিরবে না আর কোনদিন, মন খড়কূটোয় ভেসে ।।
সম্পর্কের পরিণতি গন্ডী মোছে ভাঙাগড়ার খেলা,
হয়তো বাঁচবে কষ্ট লুকিয়ে নিজেকে ব্যস্ত রাখা।
মনের সঙ্গে বোঝাপড়া জীবনের অঙ্ক জটিল
সব সমস্যার সমাধান নেই তবুও আশার ফসিল।।
বাস্তব কঠিন ঘুম ভাঙলে স্বপ্নের কি আর দোষ,
ঘুম টুকুই শান্তি আনে, জেগে নিজেকে ভাঙি রোজ।
নিজেই নিজেকে হারিয়ে রাখার ব্যর্থ চেষ্টার কৌশল,
নিজের যে আজ কিছুই নেই, ভাঙামনই সম্বল…