সেবা পরম ধর্ম
নিবেদিত প্রাণে সময় অতিক্রান্ত
দিনরাত্রি মুমূর্ষুর পাশে
নেই ক্লান্তি, বিরামহীন যতিচিহ্ন,
প্রশ্ন উত্তরের অবকাশ আকাশ ছোঁয়া…
দুরন্ত গতিতে জীবনের জোয়ারের বালিকণা,
সব জমা হয়েছে অভিজ্ঞতার অভিজ্ঞানে….
শুধুই ভালোবাসা নিজের কর্মে।
ভাঁটায় মাঝে মাঝে স্মৃতিচারণা, রোমন্থন
বাকি পথটুকু চলার অভিপ্রায়ে মননের ধ্যান
ভয়কে অতিক্রম করে করেছি জয় এই জীবনে…
মহামারির পারাপার,
উৎসর্গ করেছি জীবনকে মানুষের জন্য,
প্রতিজ্ঞাবদ্ধে জীবনের স্বস্তি ,সুখ…
হাসিমুখে দেখি সূর্যোদয় সূর্যাস্তে অস্তরাগের গোধূলি
আর নিশিপ্রহরেও দেখি আলোর আকাশ
সব অন্ধকারকে দূর হটিয়ে বেলাশেষে আজ…
কবির ভাষায় ‘পথ চাওয়াতেই আনন্দ ।’।