কাল গভীর রাতে স্বপ্ন স্বপ্ন চোখে হঠাৎ আমি
চোখ খুলে তোমায় দেখেছিলাম।
মনটা ভালো ছিল না, যন্ত্রনাগুলো ভুলে গিয়েছিলাম ততক্ষণাৎ।
সকালে ঘুম থেকে উঠে যখন তোমাকে খুঁজেছিলাম
নিরুদ্দেশ,
ভেবে নিয়েছি,
ভুল ছিল হয়তো রাতের স্বপ্ন দেখাটা
রাতের স্বপ্নগুলো এখন আর গল্পে সম্ভব নয়।
তবুও,
হাসিমুখে সবাইকে বলতে হয় ভালো আছি
অভিনয়টা অপূর্ব সুন্দর তোমার আমার।
এই পাখিটা,
যদি কখনও কোনো সময়ে না দেখি
আমার ভীষণ মন খারাপ,কেউ জানে না।
এই পাখিটা আমার শ্বাস-প্রশ্বাস বেঁচে থাকার রসদ
খুব ভালোবাসি খুব ভালোবাসি,মিষ্টি হাসিটা
যখন আমি দেখি দু নয়ন ভরে।
নাড়ীর স্পন্দনে
পাখিটার জন্ম থেকে
পিতার চোখে নেই দেখা,
হাসিমুখে ভালোবাসায় একাই থাকা!