নারীর অতীত থাকতে নেই,
অতীত হয়তো বিশ্বাসের প্রশ্নে চিহ্নিত?
বর্তমান ও ভবিষ্যৎ সামাজিক সম্পর্কের বাঁধনে
বৈধ অবৈধ স্বীকৃতির অভাবে সম্পর্কও কলঙ্কিত!
নারী কে ভালবাসতে নেই, নিজের পছন্দে।
স্বপ্নের রাজপুত্তুর!, স্বপ্নেই মৃত্যু ঘটে ইচ্ছের ।
“না” এর শৃংখল আষ্টেপৃষ্ঠে বাঁধে, হোঁচট খায় পদে পদে ,
স্বাধীন চিন্তাধারার মৃত্যু হয় জীবনের পথ চলতে চলতে।।
যাবতীয় দায়ভারও নারীর,
সে সংসার হোক বা সমাজ জীবনে।
সিঁথির সিঁদুর শাঁখা পলায় শাড়ির মোড়কে
যাবতীয় ইচ্ছে অনিচ্ছার মৃত্যু,সহ্যের সহনে।।
নারীকে একা থাকতে নেই ,
সঙ্গীহীন নারীর চরিত্র নিয়ে কাটাছেঁড়া, সমালোচনা!
স্বাধীন থাকার অধিকারে, প্রশ্ন তোলে,
বাধসাধে সামাজিক নিয়মকানুন, জোটে লাঞ্ছনা-গঞ্জনা।।
নারীর স্বপ্ন থাকতে নেই, সাবলম্বী জীবনে
তাকে রোজগার করতে নেই, যোগ্যতার নিরিখে।
স্বপ্ন পূরণের ইচ্ছের টুটি টিপে ধরে নিজেই
ইচ্ছের মৃত্যু হয় সংসারের ঘেরাটোপে।।
নারীর স্বাধীনতা থাকতে নেই ,
স্বাধীনতা থাকলেই নাকি ,নারী স্বেচ্ছাচারী হয়!
নারী তার যোগ্যতায় যদি এগিয়ে যায় জীবনে
হয়তো পুরুষ শাসিত সমাজের এটাই ভয় !!
নারীকে দমিয়ে রাখার অপচেষ্টাও চলে শৃঙ্খলে ,
ভুলে যায় ওরা, নারীর শক্তি তাঁর সৃষ্টি সত্তায়।
মাটির মূর্তির পায়ে মাথা খোড়ে অবহেলায় ঘরের লক্ষী,
সমাজ সংসার ,সংস্কৃতি বদলাবে নারীর সম্মানে, ভালোবাসার একান্ত সঙ্গী।
নারী, তুমিই সৃষ্টি, তুমি আধার, তুমি শক্তি সৃষ্টির আদিকাল হতে,
সংসারে তোমার কত রূপ, আত্মত্যাগ দৈনন্দিন, ঘরে ও বাইরে।
লিঙ্গ বৈষম্যের শিকার হও, না জানি কত দুঃখ যন্ত্রণার শিকার,
পণপ্রথা, ধর্ষণ, কটুক্তি মুছে, পুরুষশাসিত সমাজের হোক অঙ্গীকার!
কে বলে নারী অবলা, ভোগ্যপণ্য, সন্তান উৎপাদনের যন্ত্র?
কাম ক্রোধ লোভের বশবর্তী তে পশু, মান হুঁশ, মানবিক মূল্যবোধ হোক মন্ত্র!
স্বাধীনতা থেকে দেশ শাসনে, মহাকাশ বা সমুদ্রের গভীরে পাড়ি।
পুরুষের সাথে পায়ে পা মিলিয়ে, সর্বক্ষেত্রে দৃষ্টান্ত সৃষ্টিকারী।।
নারীর শত্রু কেবল নারীরাই নয় , পুরুষও সমান দায়ী
অধিকাংশ পুরুষ কেবল স্বার্থই বোঝে, লেনদেন আড়াআড়ি।
যারা তোমার দেয়না মান, সংসারে বা কর্মক্ষেত্রে,
তারাই দেখো, মাটির মূর্তির পায়ে, মাথা কুটে কেন মরে?….