কথা দিয়েছিলিস নরম তুলতুলে হাতদুটো ধরে হেঁটে যাবি নীল নির্জনে,
কথা দিয়েছিলিস চোখের পাতার মত ছুঁয়ে থাকবি আমাকে।
বলেছিলিস নিভৃতে গোপনে কপালের মাঝে এঁকে দিবি তারাদের চুমু।
সবুজ দ্বীপের বুকে আলতো পায়ে হেঁটে যেতে যেতে চেনাবি বলেছিলিস দারুচিনির বন।
কথা হয়েছিল একে অন্যের সাথে জড়িয়ে বাঁচব চিরটাকাল।
ঘাসের ডগায় ঝিলমিল করা শিশিরের কণা দিয়ে বানিয়ে দিয়েছিলিস নাকের ফুল।
আমার একাকীত্ব, যা ছিল শুধুই আমার, তাকে দিয়েছিলিস প্রজাপতির রঙিন পাখা।
কথা হয়েছিল সোনাঝুরির হাটে পরিয়ে দিবি রাঙা পলাশের হার।
কল্পনার ফানুস উড়িয়ে আমাকে অপেক্ষায় রেখে চলে গেলি তুই।
কথা রাখলি না, কথা রাখে না কেউ।।