মুদের লিয়্যে ইকটু লিখনা কেন্যে বাবু!
মুদের জেবন যন্তন্না লিয়্যে,
হাজার দুঃখ্যু বুকে লিয়ে মুদের পথচলা
মুরা জঙ্গলের মনিষ্যি আছি বট্যে৷
কিন্তুক কী বুলত!
মুদের কইষ্ট আছে
যন্তন্না আছে
তবুও দুঃখ্যু লাই রে৷
মুরা শহরট দেখি লাই বট্যে
কিন্তুক গেরাম আছে
জঙ্গল আছে আছে পাহাড়পব্বত৷
মুদের অট্টালিকা লাই ব
কিন্তু লেপাপুঁছা ঘর আছে
চান্দের আলয় তা ঝকঝক করতি থাক্যে
সুয্যির আলয় মুদের পিরথিব্বীখান
ভইরে যায়৷
মুরা দিন আনি দিন খাই
যা জোটে তাইতেই সন্তুষ্ট থাক্যি বট্যে৷
মুদের লিয়ে দু’চিরডি কুথা লিখনা কেন্যে৷
জানস মুদের ছিলাপুলারা ইখন লিখাপড়া শেখে বট্যে
উয়ারা ইস্কুলে যায়৷
কুতকিছু উয়ারা শিখতিছে বট্যে৷
লিখনা কেন্যে
উয়ারাও খুশী হইবেক
মুরাও খুশী হইবক কেন্যে৷
তুদের ত’ কলমের ধার আছে কেন্যে
তুদের লিখা কুত কুত মানিষ্যে পড়্যে বুল!
লিখনা কেন্যে৷
মুদের পিরথিব্বীডারে তুইল্যে ধর কেন্যে৷
সক্কলেই জানুক কেন্যে
মুক্ত পরকৃতি মুদের কাছে আছে বট্যে৷
তুদের চোখ
তুদের কলম দিয়ে তারাও দেখুক কেন্যে৷
লিখবি মুদের কুথা?