শুনতে পেলম শহর যাঁয়ে ফেবরুয়ারি মাসে
বাংলা ভাষার হছে পরব
একুশ তারিখ বটে।
তার লিগে যেদিক ভালি শহর উঠছে সেইজে
মাইকে বেদম দিছে ভাষণ
বাংলা কইতে হবেক।
ইট কিমন কথা বটে বাপ্ আঁতকে উঠি শুনে
মাছকে বলে ইখন থাইক্যে
জলকে থাক ক্যানে।
বলি হ্যাঁ গা শহুরে বাবুমশাইরা
সেই ছোট বেলায় পথম যেদিন
ডাইকলম মা বইলে,
সেট ত বাংলায় ছিল
এই বাংলা মা টর কোইলে।
উদমা গায়ে ঘুরে বুলতম
মাঠের আইড়ে আইড়ে,
হেলোবাড়ি লিয়ে মা
প্যান্দানি দিত ধৈরে।
দম্যে কান্দে কান্দে বৈলতম মা
ছাইড়ে দে ছাইড়ে দেরে,
সেট ত বাংলায় বটে
বাংলা ছাড়া তো কিছু লয় রে।
ইসকুলে যাঞয়ে কানমলা খাঞয়ে
শিখলম অ আ ক খ,
গাইলম টুসু ঝুমুর ভাদু
ছোঁড়া ছুঁড়ি আছে যত।
সকাল থাইক্যে সন্ধ্যে হয়
ফ্যাচর ফ্যাচর করি মাঠে ঘাটে
উট ত বাংলায় বটে গ বাবু
বাংলা ছাড়া কিছু কি বটে?
মুদের জনমে বাংলা মরনে বাংলা
বাখানে সুহাগে সবই বাংলা,
রোজ দিন মুদের ভাষা পরব
আর একুশে ফেবরুয়ারী।
লতন করে আর কিমন করে বাবু
বাংলা বৈলতে হবেক রে ?
শিখাঞ দ্যে রে মাইক লাগাঞ
মুদের গাঁয়ের ঘরে ঘরে।।