অভিমানী গল্পের প্রথম পাতায় লেখা থাকে বিচ্ছেদের শিরোনাম।
জমতে থাকা চিঠির ডালি কেবলই করে সংগ্রাম।
স্মৃতির কবরে চাপা পড়ে আবেগমিশ্রিত ভাবনা।
একাকিত্বের চিতার জ্বলে ঘরের প্রতিটি কোণা।
ভাবনার করিডোরে আবেগের বিলাপ।
বিলুপ্তির পথে গোপন সংলাপ।।
ভালোবাসার কি বিশাল ক্ষমতা।
হাতের তেলোয় রেখেছে
গোটা পৃথিবীটা।
শুধু ধরে রাখতে পারেনা
ছোট্ট মনটা।
চিরকাল মাতামাতি ছোঁয়াচে খেলায়।
যোগাযোগ ছড়িয়ে পড়ে
আকর্ষণের ঠেলায়।
মুহূর্তেই বদলায় অন্তর।
এখানে বিলীন নয়
বিনিময় প্রথাই কার্যকর।
নারী, তোমার চকচকে ধূসর সারল্য, লুণ্ঠিত হওয়ার পূর্বেই,
মরীচিকার মায়া
গাত্র হতে খুলে ফেলো।